বেনাপোলে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
বেনাপোলের রঘুনাথপুর সীমান্ত থেকে ৪০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়েছে। এসময় আব্দুল মালেক (৩৫) নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ডস বাংলাদেশ (বিজিবি)।
৩ মার্চ মঙ্গলবার দুপুর ১২টার সময় তাকে আটক করা হয়। সে বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের আব্দুল করিমের ছেলে। রঘুনাথপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার মোজাম্মেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মোজাম্মেল হোসেনের নেতৃত্বে নারায়নপুর মাঠে অভিযান পরিচালিত হয়। এ সময় ভারতীয় ৪০ কেজি গাঁজাসহ মালেক নামে একজন মাদক কারবারিকে আটক করা হয়।
আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।