গত সপ্তাহে দিল্লিতে হিন্দুত্ববাদীদের তাণ্ডব পর্যালোচনার পর প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রকাশ করেছে রাজ্য সরকার। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে উপ মুখ্যমন্ত্রী মনিশ সিসোদা জানিয়েছেন, এখন পর্যন্ত এই সহিংসতায় ৪৭ জন নিহত ও আহত হয়েছে অন্তত ৪২০ জন। আর পুড়িয়ে দেওয়া হয়েছে ৪২৭টি দোকান। ক্ষতিপূরণ পেতে দোকান মালিকদের সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পরামর্শ দিয়েছে রাজ্য প্রশাসন।
গত ২৩ ফেব্রুয়ারি দিল্লিতে বিতর্কিত নাগরিকত্ব আইনবিরোধী বিক্ষোভকারীদের ওপর শুরু হওয়া হিন্দুত্ববাদী তাণ্ডবে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ জনে। এই তাণ্ডবের শুরু হয় বিজেপি নেতাদের উসকানিতে। মূলত মুসলমানদের ওপর সংঘটিত এই সহিংসতার সময়ে পুলিশকে নীরব ভূমিকা পালন করতে দেখা যায়।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে দিল্লির উপ মুখ্যমন্ত্রী মনিশ সিসোদা বলেন, ‘এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী উত্তর-পূর্ব দিল্লির ৪২৭টি দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে। দোকান মালিকদের অনুরোধ করবো স্থানীয় থানায় মামলা দায়ের করুন এবং ক্ষতিপূরণ নিশ্চিত করুন। এছাড়া ওই এলাকায় সহিংসতায় আহত হয়েছে ৪২০ জনেরও বেশি মানুষ’।
সহিংসতা শুরুর এক সপ্তাহ পর ত্রাণ বিতরণে পদক্ষেপ শুরু করেছে স্থানীয় প্রশাসন। ত্রাণ শিবির স্থাপন, ক্ষতিপূরণ ফরম বিতরণ ও ক্ষয়ক্ষতি নিরুপণকারী দল গঠন করা হয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে সহিংসতা সংশ্লিষ্ট ঘৃণাবাদী বক্তব্যের বিষয়ে অভিযোগ জানাতে মঙ্গলবার একটি হোয়াটসঅ্যাপ নাম্বার প্রকাশ করেছে দিল্লির বিধানসভার একটি কমিটি।