বিডি বার্তা ডেস্ক : করোনা মহামারীতে বন্ধ থাকা স্কুল সেপ্টেম্বরেও না খুললে শিক্ষার্থীদের ক্ষতি করোনাভাইরাসের ক্ষতির চেয়েও ভয়াবহ হবে বলে মনে করছেন যুক্তরাজ্যের প্রধান চিকিৎসা বিষয়ক উপদেষ্টা ক্রিস উইটি। এই বিশেষজ্ঞের মতে, সেপ্টেম্বরেও যদি শিশুরা স্কুলে যেতে না পারে তাহলে তারা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার চেয়েও বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হবে।
বিবিসি ইংলিশকে রবিবার দেওয়া এক সাক্ষাৎকারে অধ্যাপক উইটি বলেন, “কোভিড-১৯ সংক্রমণে শিশুর মৃত্যুর আশংকা অবিশ্বাস্যভাবে কম। কিন্তু ক্লাসে অনুপস্থিতির কারণে শিশুদের মানসিক ও শারীরিক অবস্থার মারাত্নক ক্ষতি হবে।”
যুক্তরাজ্যের প্রধান চিকিৎসা উপদেষ্টার ভাষ্য, কোভিড-১৯ শিশু থেকে শিশুতে সংক্রমের ঝুঁকি খুবই কম। স্কুল খুললে এই ভাইরাসের সংক্রমন কিছুটা বাড়তে পারে; তবে সেটা প্রত্যক্ষ নয়, বেশিভাগই হবে পরোক্ষ যোগাযোগের কারণে।
যুক্তরাজ্যর এই বিশেষজ্ঞ এমন এক সময়ে এই সাক্ষাৎকারে দেন যখন দেশটির চারজন চিকিৎসা বিষয়ক উপদেষ্টা মনে করছেন, এই অবস্থায় তাদের হাতে কোন ‘রিস্ক ফ্রি অপশন’ নেই। উইটি বিবিসিকে বলেন, “করোনাভাইরাসের সঙ্গে আমাদের আরো প্রায় ৯ মাস লড়াই করতে হতে পারে। এছাড়া চলতি বছরে এই ভাইরাসের ভ্যাকসিন আসবে কি-না সন্দেহ আছে। এই অবস্থায় আগামী ২০২১-২০২২ শিক্ষাবর্ষের জন্য আমাদের এখন থেকে প্রস্তুত করতে হবে।