বিডি বার্তা ডেস্ক : বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও মুক্তিযুদ্ধকালীন ৪ নম্বর সেক্টরের কমান্ডার মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত (সি আর দত্ত) বীর উত্তম মারা গেছেন। মুত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।
মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টার দিকে) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি হাসপাতালে তিনি মারা যান
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য কাজল দেবনাথ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান,কয়েকদিন আগে বাসায় বাথরুমে পড়ে গিয়েছিলেন তিনি। সোমবার থেকে কোমায় ছিলেন। এরপর তাকে ফ্লোরিডার হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২০ আগস্ট বাসার বাথরুমে পড়ে যান সি আর দত্ত। এতে তার পা ভেঙে যায়। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকে।
মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য চিত্ত রঞ্জন দত্ত বীর উত্তম খেতাবে ভূষিত হন।