দোয়ারাজাবাজার উপজেলার নাইন্দার হাওরের ফসলরক্ষা বাঁধের কাজে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে অনির্দিষ্টকালের অনশন কর্মসূচি পালন করছেন চার কৃষক। ৩ মার্চ রমঙ্গলবার বেলা ১১টা থেকে তারা অনশন শুরু করেন। তাদের প্রতি সংহতি জানিয়ে সুনামগঞ্জ হাওর বাঁচাও আন্দোলন, কৃষি ও কৃষক রক্ষা সংগ্রাম পরিষদ এবং ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরাও অনশনে অংশ নিয়েছেন।
অনশন কর্মসূচি পালন করা কৃষকরা হলেন দোয়ারাবাজার উপজেলার নাইন্দার হাওরের কৃষক হাজী আব্দুল জলিল, আব্দুন নূর, আব্দুর রউফ ও আব্দুল জলিল।
অনশনকারী কৃষকরা জানান, দোয়ারাবাজার উপজেলার নাইন্দার হাওরে এ বছর ১৭টি প্রকল্পে প্রায় কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু সরকারি নীতিমালা অনুযায়ী প্রকল্প বাস্তবায়ন কমিটি না করে পছন্দের লোক, অকৃষক ও অস্থানীয়দের দিয়ে প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এতে শুরু থেকেই কাজে অনিয়ম ও দুর্নীতি হচ্ছে।
অনশনকারী কৃষক আব্দুল জলিল বলেন, ‘আমি হাওরের বাঁধের কাজে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ করেছি। কিন্তু তারপরেও দুর্নীতি থামেনি। এই দুর্নীতির প্রতিবাদে ও প্রাক্কলন অনুযায়ী কাজের দাবিতেই আমরা অনশন করছি।’
এদিকে কৃষকদের অনশন শুরুর পর সংহতি জানিয়ে হাওর বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক বিজন সেন রায়, হাওরের কৃষি ও কৃষক রক্ষা সংগ্রাম পরিষদের নেতা আসাদ মনি, ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ জেলা সংসদের সভাপতি দুর্জয় দাসসহ অনেকে অনশন করছেন।