কক্সবাজার: সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় রিমাণ্ড প্রাপ্ত আর্মড ব্যাটালিয়নের (এপিবিএন) তিন সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব হেফাজতে নেয়া হয়েছে। শনিবার (২২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে তাদের কক্সবাজার জেলা কারাগার থেকে বের করে র্যাব হেফাজতে নেয়া হয়।তারা হলেন, কক্সবাজার ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপপরিদর্শক শাহাজাহান, কনস্টেবল রাজিব ও আব্দুল্লাহ। এরা তিনজনই ৩১ জুলাই রাতে শামলাপুর পুলিশ তদন্ত কেন্দ্রে দায়িত্বরত ছিলেন।
সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা কারাগারের সুপার মোকাম্মেল হোসেন। তিনি জানান, আদালতের নির্দেশে ১৫ এর একটি দল এপিবিএনের তিন সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য তাদের হেফাজতে নিয়েছে।
গত ১৮ আগস্ট এপিবিএনের এই তিন সদস্যকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমাণ্ডের আবেদন করা হয়। শুনানি শেষে প্রত্যেকের ৭ দিন করে রিমাণ্ড মঞ্জুর আদালত।
উল্লেখ্য, গত ৩১ জুলাই রাতে টেকনাফের শামলাপুর তল্লাশি চৌকিতে গুলিতে নিহত হন মেজর সিনহা মো. রাশেদ। সে সময় পুলিশ সিনহার সঙ্গে থাকা সিফাতকে আটক করে কারাগারে পাঠায়। পরে রিসোর্ট থেকে শিপ্রাকে আটক করা হয়। দুজনই বর্তমানে জামিনে মুক্ত।
ওই ঘটনায় ওসি প্রদীপসহ মামলায় অভিযুক্ত তিন আসামি র্যাব হেফাজতে রয়েছে। অন্য চার পুলিশ সদস্য এবং পুলিশের দায়ের করা মামলার তিন সাক্ষী রিমাণ্ড শেষে এখন কারাগারে আছে।