ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট: করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সাতক্ষীরা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
মৃত দু’জন হলেন- করোনা উপসর্গে মারা গেছেন হারুনার রশিদ (৫৫)। তিনি যশোরের কেশবপুর উপজেলা সদরের বাসিন্দা। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন বৈদ্য নাথ। তিনি আশাশুনি উপজেলার শোভনালী এলাকার মৃত কানাই লালের ছেলে।
ডা. রফিকুল ইসলাম জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গত ৭ আগস্ট সাতক্ষীরা হাসপাতালে ভর্তি হন হারুনার রশিদ। রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তবে ভর্তির পর তার নমুনা সংগ্রহ করা হলেও এখনও তার ফলাফল পাওয়া যায়নি।
অন্যদিকে করোনা আক্রান্ত হয়ে গত ৮ আগস্ট একই হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি হন বৈদ্য নাথ। চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৩ আগস্ট) রাতে তিনি মারা যান।
সাতক্ষীরার সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. জয়ন্ত সরকার বাংলানিউজকে জানান, স্বাস্থ্যবিধি মেনে ওই দু’জনের মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরায় এখন পর্যন্ত মারা গেছেন অন্তত ৭৯ জন। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭ জন।