বগুড়া প্রতিনিধি : বগুড়ার শিপগঞ্জে শ্যালিকাকে অপহরণ মামলায় ভগ্নিপতি আব্দুল কুদ্দুসকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৪ আগস্ট) বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ আদালতের বিচারক নুর মোহাম্মদ শাহরিয়ার কবির এ আদেশ প্রদান করেন। এছাড়া আদালত ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডের রায় প্রদান করেন।
মামলা সূত্রে জানা যায়, বগুড়ার শিবগঞ্জ উপজেলার নড়াইলের নুরু ইসলামের ছেলে আব্দুল কুদ্দুস বিয়ে করেন একই উপজেলার পিরবের বুলু সরদারের কন্যা সালমা আক্তারকে (২২। স্ত্রী সালমা ৮ মাসের গর্ভবর্তী থাকা অবস্থায় আব্দুল কুদ্দুস পিরব বাজার এলাকা থেকে এএসএসি পরীক্ষার্থী শ্যালিকাকে অপহরণ করে। ২০১৫ সালের ৩ জানুয়ারি এ অপহরণ করা হয়। এ ঘটনায় ৯ জানুয়ারি অপহৃতার ভাই বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করে আব্দুল কুদ্দুসের নামে।পুলিশ গত ২০১৫ সালের ৭ ফেব্রুয়ারি ময়মনসিংহের ভালুকা থেকে সালেহাকে উদ্ধার করে এবং আব্দুল কুদ্দুসকে গ্রেপ্তার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুল বাসিদ তদন্ত শেষে ২০১৫ সালের ২০ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করেন।
সাক্ষ্য প্রমাণ শেষে আসামির উপস্থিতিতে সোমবার আদালত আসামি আব্দুল কুদ্দুসকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেন।