শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের আক্রমণে এক কৃষক নিহত হয়েছেন। তার নাম দুদু মিয়া (৫০)। এ সময় তার ছেলে আহত হয়েছেন। ২ মার্চ সোমবার দুপুরে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের চুনিয়ারচর ঘোড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
দুদু মিয়া (৫০) ওই গ্রামের অহেদ আলী মন্ডলের ছেলে। তার ছেলে সাইদুর রহমানকে (৩৫) জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যদক্ষর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুদু মিয়ার সঙ্গে একই গ্রামের লিটন মিয়া ও মঞ্জু মিয়ার একবিঘা জমি নিয়ে বিরোধ ও আদালতে দীর্ঘদিন ধরে মামলা-মোকদ্দমা চলে আসছিল। সোমবার দুপুর ১টার দিকে দুদু মিয়া ও তার ছেলে সাইদুর ওই জমিতে মাটি কাটতে যায়। এ সময় লিটন ও মঞ্জু মিয়ার নেতৃত্বে ১০/১২ জন সহযোগী দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। পরে স্বজনরা তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে পার্শ্ববর্তী জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুদু মিয়াকে মৃত ঘোষণা করেন।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।