রায়পুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে ১০টি প্রাইভেট হাসপাতালে অভিযান চালিয়ে ৭টি প্রাইভেট হাসপাতাল বন্ধের জন্য মৌখিক নির্দেশনা দিয়েছে সিভিল সার্জন।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে এ অভিযান পরিচালনা করেন। এ সময় নবায়ন না থাকা ও ডিপ্লোমা নার্স না থাকাসহ বিভিন্ন অনিয়মে এসব হাসপাতাল বন্ধের নির্দেশ দেওয়া হয়।
এদিন বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত অভিযানে সিভিল সার্জনসহ তার টিম অপারেশন থিয়েটার, ফার্মেসি, প্যাথলজিক্যাল ল্যাব পরিদর্শন করে কাগজপত্র যাচাই-বাছাই করেন।
অভিযানে স্বাস্থ্যসেবা বিভাগের সিভিল সার্জন ডা. আব্দুল গফ্ফার ও রায়পুর সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. বাহারুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন ডা. আব্দুর গফ্ফার বলেন, গত ২৩ আগস্ট হাসপাতালগুলোর নবায়ন করার শেষ সময় ছিল। কিন্তু অনেক হাসপাতালের কাগজপত্র নবায়ন করা হয়নি। কোনো প্রতিষ্ঠান বন্ধ করা বা সিলগালা করা আমাদের উদ্দেশ্য নয়। আমরা চাচ্ছি, আমাদের সেবামূলক প্রতিষ্ঠানগুলো সুষ্ঠু নিয়মে চলুক। আইনের মধ্যে থেকে সেবা নিশ্চিত করুক।
সিভিল সার্জন আরও বলেন, রায়পুরে প্রাইভেট হাসপাতালগুলোর নবায়ন না করা ও কিছু সমস্যা পাওয়া গেছে। সেজন্য হাসপাতাল কর্তৃপক্ষকে কাগজপত্রসহ অন্য সমস্যাগুলো দ্রুত সমাধান করতে নির্দেশ দেয়া হয়েছে।