যশোর প্রতিনিধি : যশোরের বেনাপোলে ৯.২ কেজি ওজনের ৫৭টি স্বর্ণের বারসহ এক নারীকে আটক করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)। শুক্রবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর প্রাইমারী স্কুলের সামনে থেকে তাকে আটক করা হয়। স্বর্ণগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিলো।
আটককৃত আসামির নাম মোছাঃ বানেছা খাতুন (৪৫), স্বামী-মোঃ দুখু মিয়া, গ্রাম-সাদিপুর, ডাকঘর-বেনাপোল, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর।
গোপন সংবাদের ভিত্তিতে চালানো ওই অভিযানে নেতৃত্ব দেন বেনাপোল বিওপি’তে কর্মরত নায়েক মোঃ নুরুল ইসলাম। আটককৃত স্বর্ণের আনুমানিক সিজার মূল্য ৫,৭০,৪০,০০০/- (পাঁচ কোটি সত্তর লক্ষ চল্লিশ হাজার) টাকা।
জব্দকৃত স্বর্ণের বার ও আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন নুরুল ইসলাম।