ময়মনসিংহ : গৌরীপুরে বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চারজন নিহতের ঘটনার এক সপ্তাহ যেতে না যেতেই আবারও সড়কে রক্ত ঝরলো।ময়মনসিংহের ভালুকা ও নান্দাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছেন।
ভালুকা উপজেলায় বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে ছয়জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন।
শনিবার সকাল সাড়ে সাতটার দিকে ভালুকা ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
হাইওয়ে পুলিশ জানায়, প্রাইভেটকারটি কলেজের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঢাকাগামী বাসের সাথে সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের ৬ আরোহী ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের মরদেহ উদ্ধার করে।
ভালুকা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদি হাসান দুর্ঘটনায় ছয়জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, সকাল সাড়ে সাতটার দিকে ভালুকা ডিগ্রি কলেজের সামনে একটি বাসের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছয়জন প্রাণ হারান। তাদের মধ্যে একজন শিশুও আছেন বলে জানা গেছে।
এ দিকে সকালে ময়মনসিংহের নান্দাইলে গরুবোঝাই ট্রাকের সাথে কাভার্ডভ্যানের সংঘর্ষে শহিদুল ও মুস্তাকিম নামে ২ গরু ব্যবসায়ী মারা গেছেন। এসময় আহত হয়েছে আরো ৪ জন।