বিডি বার্তা ডেস্ক : করোনার নমুনা পরীক্ষায় সর্বস্তরের মানুষকে উদ্বুদ্ধ করতে পরীক্ষার ফি কমিয়েছে সরকার। এখন থেকে হাসপাতালে গিয়ে করোনা টেস্ট করালে ১০০ টাকা ফি দিতে হবে। আর বাসায় গিয়ে কারও নমুনা সংগ্রহ করা হলে সেক্ষেত্রে ফি দিতে হবে ৩০০ টাকা।
বুধবার (১৯ আগস্ট) সচিবালয়ে এ-সংক্রান্ত সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর প্রথম দিকে সরকারিভাবে বিনা ফিতে করোনা পরীক্ষা করা হতো। তবে ২৯ জুন করোনা পরীক্ষায় ফি আরোপ করে প্রজ্ঞাপন জারি করে সরকারের স্বাস্থ্য সেবা বিভাগ।
ওই প্রজ্ঞাপন অনুযায়ী, তখন হাসপাতালে বা বুথে গিয়ে নমুনা পরীক্ষা করালে ২০০ টাকা ফি দিতে হতো। আর বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করার ক্ষেত্রে ফি দিতে হতো ৫০০ টাকা।
এদিকে গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞতিতে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায়ও দেশে নতুন করে ৩ হাজার ২০০ জন করোনাভাইরাসে আক্রান্ত হন। দেশে এখন মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৮২ হাজার ৩৪৪ জন। একই সময়ে মৃত্যু হয় ৪৬ জনের। দেশে এখন কোভিড আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ৩ হাজার ৭৪০ জন।