বিডি বার্তা ডেস্ক : করোনায় আক্রান্ত চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সাংসদ ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ( সাবেক অ্যাপোলো হাসপাতাল) ভর্তি করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) তাঁর ছেলে ফারাজ করিম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
ফারাজ করিম চৌধুরী তার ফেসবুক পেইজে বুধবার বিকালে লিখেছেন, ‘বাবা বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন এবং কিছুক্ষণের মধ্যেই তার করোনার চিকিৎসা শুরু হতে যাচ্ছে। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন। করোনা ভয়াবহ কোন রোগ না হলেও বাবার হার্টে ব্লক, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, উচ্চমাত্রায় কোলেস্টেরল থাকায় এবং বয়সের কারণে একটু দুশ্চিন্তা হচ্ছে। মহান আল্লাহ্ রাব্বুল আলামীন ইচ্ছা করলে নিশ্চয়ই আমার বাবার তেমন কিছু হবে না এবং তিনি আবারো আমাদের সকলের মাঝে সুস্থ হয়ে ফিরে আসবেন ইন শা আল্লাহ’।
প্রসঙ্গত, সোমবার (১৭ আগস্ট) করোনা পরীক্ষার রিপোর্টে এবিএম ফজলে করিম চৌধুরীর রিপোর্ট পজিটিভ আসে।
এবিএম ফজলে করিম চৌধুরী রাউজানে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। এছাড়াও করোনার সূচনালগ্ন হতে তিনি উপজেলার বিভিন্ন প্রান্তে লক্ষাধিক পরিবারের মাঝে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন। এরপর করোনা উপসর্গ দেখা দিলে পরীক্ষা করা হয়। এতে পজিটিভ হন রাউজনের সাংসদ। এর আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন তার ছেলে এবিএম ফারাজ করিম চৌধুরী। তিনি প্রথমে আইসোলেশনে পরে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হন।
এবিএম ফজলে করিম চৌধুরীর ছোটভাই এবিএম ফজলে শহীদ চৌধুরী তার বড়ভাইয়ের জন্য রাউজান সংসদীয় এলাকার জনগণ, স্বজন, বন্ধু ও সাধারণ মানুষের কাছে দোয়া চেয়েছেন।