আন্তর্জাতিক ডেস্ক : দেড় শতাধিক শিক্ষাবিদ শিক্ষার্থীদের পরীক্ষা নিতে চিঠি দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারকে। চিঠিতে তারা উল্লেখ করেন, পরীক্ষা নিতে দেরি করলে শিক্ষার্থীদের সর্বনাশ হয়ে যাবে। চিঠিতে শিক্ষাবিদরা লিখেছেন, এই পরীক্ষা গ্রহণে আর যদি বিলম্ব হয়, তাহলে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হবে।
কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর আহ্বানে গতকাল বুধবার ভার্চুয়াল বৈঠকে বসেন সাত অবিজেপি মুখ্যমন্ত্রী।
বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টের কাছে রায় পুনর্বিবেচনার অনুরোধ করুক। না করলে তারাই শীর্ষ আদালতে রিট পিটিশন দাখিল করবেন। শুক্রবার এই ইস্যুতে ভারতে প্রতিবাদের ডাক দিয়েছে কংগ্রেস। শিক্ষাবিদরা চিঠিতে মোদীকে এও বলেছেন, কেউ কেউ তাদের রাজনৈতিক স্বার্থে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে খেলছেন। পরীক্ষা ও ভর্তি প্রক্রিয়া নিয়ে লাখ লাখ ছেলেমেয়ের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে।
এই চিঠিতে যারা স্বাক্ষর করেছেন :
জেএনইউ, দিল্লি বিশ্ববিদ্যালয়, বেনারস হিন্দু ইউনিভার্সিটি, আইআইটি দিল্লি, লখনউ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও উপাচার্যরা। একই সঙ্গে ইউনিভার্সিটি অফ লন্ডন, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া-সহ জেরুজালেম, ইসরায়েলের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মরত ভারতীয় কিছু অধ্যাপক।