বিএনএ, টাঙ্গাইল : টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) সাইদুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) তাঁর নমুনা পরীক্ষার প্রতিবেদনে করোনার পজিটিভ এসেছে।
সাইদুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, কয়েক দিন আগে তিনি জ্বরে আক্রান্ত হন। গত মঙ্গলবার পরীক্ষার জন্য নমুনা দেন। এখন তিনি বাসায় আইসোলেশনে থেকেই চিকিৎসা নিচ্ছেন।
স্থানীয় সূত্র জানায়, গত ২৭ জুলাই সোনারগাঁ থেকে বদলি হয়ে টাঙ্গাইল সদর উপজেলায় যোগ দেন। যোগ দেওয়ার পর থেকেই করোনা প্রতিরোধে মাঠে ছিলেন সক্রিয়। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে শহরের কান্দাপাড়া যৌনপল্লির তিন শতাধিক শিশুর মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ করেন তিনি।
স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, বৃহস্পতিবার পর্যন্ত জেলায় এখন মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ২২০ জনে দাঁড়িয়েছে।