ব্ল্যাক প্যানথার-খ্যাত জনপ্রিয় মার্কিন অভিনেতা চ্যাডউইক বোজম্যান মারা গেছেন। স্থানীয় সময় শুক্রবার(২৮ আগস্ট) লস অ্যাঞ্জেলেসের বাসভবনে মারা যান তিনি। দীর্ঘদিন ধরে কোলন ক্যানসারে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর। শনিবার(২৯ আগস্ট) এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি।
সংবাদ মাধ্যমটি জানায়, ক্যানসারের চিকিৎসা নিলেও নিজের অসুস্থতার কথা জনসমক্ষে প্রকাশ করেননি বোজম্যান।
এক বিবৃতিতে বোজম্যানের পরিবার জানিয়েছে, বোজম্যানের শরীরে চার বছর আগে কোলন ক্যানসার ধরা পড়ে। এতকিছুর মধ্য দিয়েও একজন সত্যিকারের যোদ্ধার মতো অনেক সিনেমায় অভিনয় করে গেছেন বোজম্যান, যেগুলো সবাই পছন্দ করেছে।
‘ব্ল্যাক প্যানথার’ ছাড়াও অনেক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন বোজম্যান। এরমধ্যে রয়েছে ‘অ্যাভেঞ্জার্স : ইনফিনিটি ওয়ার, ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম, দ্য ফাইভ ব্লাডস, ক্যাপ্টেন আমেরিকা : সিভিল ওয়ার, ম্যাসেজ ফ্রম দ্য কিং, গডস অব ইজিপ্ট, মার্শাল,দ্য কিং হোল উল্লেখযোগ্য।