চট্টগ্রাম প্রতিনিধি : গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ৮৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৩০৪ জনে। এছাড়া গত ৪৮ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে চারজন। এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫৭ জনে।
শুক্রবার (২১ আগস্ট) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।
তিনি জানান, গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের ছয় ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৮১৬ জনের নমুনা পরীক্ষা করে ৮৯ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তারমধ্যে নগরের ৭২ জন ও ১৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৯৩ জনের নমুনা পরীক্ষায় নগরের ২২ জন ও উপজেলা পর্যায়ের ২ জন বাসিন্দার করোনা মিলেছে।
চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে ১১৪ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৫ জন ও উপজেলা পর্যায়ের ১ জন বাসিন্দার করোনা মিলেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৮৩ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১৯ জন ও উপজেলা পর্যায়ের ৪ জনের করোনা মিলেছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৮৯ জনের নমুনা পরীক্ষায় নগরের ৫ জন ও উপজেলা পর্যায়ের ৭ জন বাসিন্দার করোনা মিলেছে।
বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮৯ জনের নমুনা পরীক্ষায় নগরের ১৫ জন বাসিন্দার করোনা মিলেছে।
শেভরণ ল্যাবে ৩৮ জনের নমুনা পরীক্ষায় নগরের ৬ জন ও উপজেলা পর্যায়ের ১ জন বাসিন্দার করোনা মিলেছে।
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১০ জনের নমুনা পরীক্ষায় উপজেলা পর্যায়ের ২ জন বাসিন্দার করোনা মিলেছে।
নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হওয়া ১৭ জনের মধ্যে লোহাগাড়ার ২, আনোয়ারার ১, পটিয়ার ১, বোয়ালখালীর ১, রাঙ্গুনিয়ার ২, রাউজানের ৩, হাটহাজারীর ৪, সন্দ্বীপের ১ ও সীতাকুণ্ডের ২ জন বাসিন্দা আছেন।
এখন পর্যন্ত আক্রান্ত হওয়া চট্টগ্রামে ১৬ হাজার ৩০৪ জনের মধ্যে নগরের ১১ হাজার ৫৬০ জন ও বিভিন্ন উপজেলার ৪ হাজার ৭৪৪ জন বাসিন্দা আছেন। এছাড়া করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করা ২৫৭ জনের মধ্যে নগরের ১৭৮ জন ও উপজেলার ৭৯ জন বাসিন্দা।
গত ৪৮ ঘণ্টায় সুস্থ হয়েছে ১১১ জন করোনা রোগী। এ নিয়ে চট্টগ্রামে সুস্থ হয়েছে মোট ৩ হাজার ৭০৮ জন করোনা রোগী।