বিডি বার্তা ডেস্ক : চট্টগ্রামে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।
সোমবার (২৪ আগস্ট) দুপুর ১২টার দিকে কোতোয়ালী থানাধীন জামাল খাঁনস্থ চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের শান্তিপূর্ণ মানববন্ধন চলছিল। মানববন্ধন শুরুর ১০ থেকে ১২ মিনিটের দিকে হামলা চালানো হয়েছে। হামলার সময় বয়োবৃদ্ধ মুক্তিযোদ্ধাদেরও বেধড়ক মারধর করা হয়।