করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে সিঙ্গাপুর ফেরত এক যুবককে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২ মার্চ সোমবার সন্ধ্যায় মেহেদী হাসান (২৭) নামে ওই যুবককে হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলার করোনা ইউনিটে ভর্তি করা হয়। এই খবর ছড়িয়ে পড়লে অন্য রোগীরা হাসপাতাল ছাড়তে শুরু করেছে।
জানা গেছে, মেহেদী হাসানের ভর্তির খবর ছড়িয়ে পড়ার পর পুরো হাসপাতালের সেবিকা ও রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক রোগী ছাড়পত্র নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছেন।
মেহেদী হাসানের মা হাসিনা খাতুন জানান, তার ছেলে চার বছর ধরে সিঙ্গাপুরে শ্রমিকের কাজ করে। মাঝে একবার দেশে ঘুরে যাওয়ার পর প্রায় দেড় বছর পর গত শুক্রবার আবারও দেশে আসে। তিনি বলেন, শুক্রবার ঢাকা থেকে বাবার সঙ্গে গ্রামের বাড়িতে আসার দুই দিনের মাথায় রবিবার রাত থেকে তার জ্বর, সর্দি ও মাথা ব্যথা শুরু হয়। সোমবার বিকালে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাকে নওগাঁতে নিয়ে যেতে বলে। এরপরই তাকে সরাসরি নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করাই। এখন কেউ কেউ বলছে তার নাকি করোনা ভাইরাস হয়েছে।
নওগাঁ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. মুনির আলী আকন্দ বলেন, ‘মেহেদী হাসানের শরীরে জ্বর, সর্দি, কাশি প্রভৃতি উপসর্গ আছে। তবে তার করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি এখনও নিশ্চিত না। পরীক্ষার জন্য কিছু নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। ফলাফল আসলে নিশ্চিত হওয়া যাবে।’
এদিকে করোনা ভাইরাস আক্রান্ত রোগী ভর্তি হয়েছে এমন গুজব ছড়িয়ে পড়ার পর হাসপাতালের অন্য রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পেট ব্যাথা নিয়ে ভর্তি হওয়া জরিনা বেগম বলেন, ‘হাসপাতালে করোনা ভাইরাসের রোগী ভর্তি হয়েছে। তাই বাড়ি চলে যাচ্ছি’। আরেক রোগী ছালেক বলেন, ‘হাসপাতাল আর নিরাপদ না। তাই সুস্থ না হয়েও ছেড়ে যাচ্ছি’।