বিডি বার্তা ডেস্ক : করোনায় গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ৩ হাজার ৮৬১ জন মারা গেলেন। এ সময়ের মধ্যে নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন ২ হাজার ৪০১ জন। এ নিয়ে মোট শনাক্ত হলেন ২ লাখ ৯০ হাজার ৩৬০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৬২৪ জন।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯১টি করোনা শনাক্তকরণ আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ১৩ হাজার ১৫৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১২ হাজার ৯৪৩টি নমুনা। এতে ২ হাজার ৪০১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৯০ হাজার ৩৬০ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে ৩৯ জন মারা গেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৩২ জন এবং নারী ৯ জন। এ নিয়ে মোট মারা গেলেন ৩ হাজার ৮৬১ জন।শনাক্ত বিবেচনায় মৃত্যু হার ১.৩৩ শতাংশ।
চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী ভাইরাস করোনা বাংলাদেশে প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। সেদিন তিনজনের শরীরে করোনা শনাক্তের কথা জানিয়েছিল আইইডিসিআর। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর খবর আসে।