চট্টগ্রাম: ৩ কোটি ৯৫ লাখ টাকার সম্পদ উপার্জনের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাস ও তার স্ত্রী চুমকী কারণের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন(দুদক)।
রোববার(২৩ আগস্ট) বিকেলে দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এ মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী দুর্নীতিবিরোধী সরকারী সংস্থাটির সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন।
বিষয়টি নিশ্চিত করে দুদকের জনসংযোগ (পরিচালক) কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বলেন, মামলার এজাহারে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত তিন কোটি ৯৫ লাখ পাঁচ হাজার ৬৩৫ টাকার অবৈধ সম্পদের অভিযোগ আনা হয়েছে। প্রদীপ কুমার দাস ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে সম্পদ ক্রয় করে স্ত্রীর নামে রেখেছেন বলে অনুসন্ধানে তথ্য পেয়েছে দুদক।
মামলার এজহারে বলা হয়, আসামিরা অসৎ উদ্দেশে একে অপরের সহযোগিতায় অর্পিত ক্ষমতা অব্যবহার করে দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ১৩ লাখ ১৩ হাজার ১৭৫ টাকার সম্পদ অর্জন করেছেন। পাশাপাশি সম্পদের তথ্য গোপন করেন তারা।
এছাড়া, আসামিরা ৩ কোটি ৯৫ লাখ ৫ হাজার ৬৩৫ টাকার সম্পদ জ্ঞাতসারে মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর সম্পৃক্ত অপরাধ ঘুষ ও দুর্নীতি এর মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে অর্জনপূর্বক উক্ত সম্পদ স্থানান্তর ও ভোগ দখল রাখার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।
দুর্নীতি দমন কমিশন আইন ২০১৪ এর ২৬(২) ও ২৭(১), মানিলন্ডরিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) , ১৯৮৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারাসহ দণ্ডবিধির ১০৯ ধারায় প্রদীপ কুমার দাস ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলাটি করা হয় বলে জানান দুদুক কর্মকর্তারা।
উল্লেখ্য, সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি প্রদীপ কুমার দাস। এ মামলায় তাকে রিমাণ্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে র্যাব। গত ৩১ জুলাই ঈদুল আজহার আগের রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন মেজর সিনহা।