বিডি বার্তা ডেস্ক : করোনার এই পরিস্থিতিতে দীর্ঘ দিন ধরে দেশের উচ্চ আদালতে বিচারকাজ বন্ধ থাকায় এবার মামলাজট নিরসনের উপায় হিসেবে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে চলতি বছরে ‘অবকাশকালীন ছুটি’ বাতিল করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) প্র্রধান বিচারপতির অনুমোদনক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। যা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।
সুপ্রিম কোর্টের বার্ষিক ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ৩১ আগস্ট থেকে সাপ্তাহিক ছুটিসহ ৫ অক্টোবর পর্যন্ত এবং ২৩ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত মোট ৩৬ দিনের অবকাশকালীন ছুটি নির্ধারিত ছিল। এ ছাড়া বছরের শেষ দিকে সাপ্তহিক ছুটি মিলিয়ে ১৮ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্টের অবকাশকালীর ছুটির ঘোষণা ছিল। তবে অবকাশ ছুটি বাতিল হওয়ায় এবার বছরের আগামী চার মাস পুরোদমে উচ্চ আদালতে বিচারকাজ চলবে।
করোনা পরিস্থিতিতে গত ২৬ মার্চ থেকে দেশের সব আদালতে নিয়মিত বিচারকাজ বন্ধ ঘোষণা করে সুপ্রিম কোর্ট প্রশাসন। পরে আইন সংশোধন করে ১১ মে থেকে দেশে প্রথমবারের মতো ভার্চুয়াল মাধ্যমে বিচারকাজ শুরু হলেও তাতে শুধুমাত্র জামিন ও জরুরি বিষয়গুলো নিষ্পত্তি করা হয়। ফলে বিচারপ্রার্থী, আইনজীবীসহ বিভিন্ন মহলে প্রশ্ন দেখা দেয়। কারণ চার মাসে ভার্চুয়াল আদালতে রায় হয়নি একটিও। দুই লাখ নতুন মামলাসহ মামলার জট এসে দাড়ায় প্রায় চল্লিশ লাখে।