আন্তর্জাতিক ডেস্ক : ইরানে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ১৫৩ জন।
ইরানি স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ খবর দিয়েছে কাতারভিত্তিক আলজাজিরা।
মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরানে সবচেয়ে বেশি আঘাত হেনেছে করোনা মহামারী। দেশটি থেকে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও করোনার সংক্রমণ ঘটে।
বুধবার (১৯ আগস্ট) ইরানি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৩ জন মারা যাওয়ায় দেশে মোট মৃতের সংখ্যা ২০ হাজার ১২৫ জনে দাঁড়িয়েছে। এ সময়ে নতুন ২ হাজার ৪৪৪ জন আক্রান্ত শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৩ লাখ ৫০ হাজার ২৭৯ জন।
দেশটিতে দশ লাখেরও বেশি শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বসার দিন এ ঘোষণা দিল স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য সুরক্ষা মেনে ও সামাজিক দূরত্ব রেখে চলা এ পরীক্ষা চলবে আরও কয়েকদিন।
এর মধ্যে আরবি ক্যালেন্ডারের নতুন বছরকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছে ইরান। শিয়া মতালম্বী রাষ্ট্রটি অত্যন্ত ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হয় মুহরাম মাস।
করোনা মহামারীর শুরুতেই ব্যাপক সংক্রমণ ঘটে ইরানে। দেশটিতে শীর্ষ রাজনীতিবিদ, ধর্মীয় নেতা, সংসদ সদস্য, মন্ত্রী, স্বাস্থ্যকর্মীরা ব্যাপকভাবে আক্রান্ত হন করোনায়।
আন্তর্জাতিক মহলের অভিযোগ, করোনা সংক্রান্ত তথ্য লুকিয়েছে ইরান সরকার। দেশটিতে প্রকৃত মৃতের সংখ্যা আরও বেশি হবে বলে ধারণা বিশেষজ্ঞদের।